1 2 3 |
def welcome puts "ইনফিনিট লুপ এ স্বাগতম" end |
আমরা কিছু বন্ধু মিলে একদিন চিন্তা করছিলাম এত কিছু শিখছি প্রতিনিয়ত, শিখে কাজ করছি এবং কিছুদিন পর অনেক কিছু ভুলেও যাচ্ছি কিভাবে কি করেছিলাম। পরবর্তীতে যখন মনে হচ্ছে যে জিনিসটা আবারও আমাদের প্রয়োজন তখন আবারও গুগল ভ্রাতা কর্তৃক কিছুসময় সন্ধান চালানোর পরে যোগাড় হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক চেষ্টার পরেও খুজে পেতে বেশ বেগ পেতে হয়। যেই জিনিস নিয়ে আপনি আগেই কাজ করেছেন অথচ আবার করতে গিয়ে আটকে গেলে এমন হেনস্তা হতে হলে মেজাজ বিগড়ানো তেমন দোষের কিছুই না। আর আগের কাজ এর স্যাম্পল যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে তো কথাই নেই।
গল্প করতে করতেই একজন বলে উঠল যে আমাদের নিজেদের একটা ব্লগ যদি থাকত যেখানে নতুন কিছু শিখে টিউটোরিয়াল আকারে লিখে রাখতে পারতাম তবে মন্দ হত না। প্রয়োজন এর সময়ে ঢুকে টুক করে দেখে নিলেই কেল্লা ফতে। আর অন্য রাও হয়তোবা কিছু সাহায্য পেতেও পারে আমাদের লেখা দেখে! কে জানে। আর বাংলা তে খুব বেশি টিউটোরিয়াল এর ব্লগ ও নেই, কাজেই আমাদের লেখা আশা করছি কিছু মানুষের কাজে আসতেও পারে। আর পড়ে যদি কারও উপকার হয় তাহলে ভালই লাগবে আমাদের।
এসব ভেবেই তৈরি করে ফেললাম ইনফিনিট লুপ। আপাতত শুধুমাত্র কিছু অনুমোদিত লেখক ইনফিনিট লুপ এ লিখতে পারবে। তবে কেউ যদি এখানে লেখার বেপারে আগ্রহী হয় এবং যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ ভাল জ্ঞান থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ এর অনুরোধ থাকল। ইনফিনিট লুপ চলবে, সাথেই থাকবেন।
ট্যাগঃ tags infinite loop